বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে
শনিবার, ১৯ জুলাই ২০২৫



বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে

ভারত সরকারের প্রচ্ছন্ন মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউটাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া ও বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি। আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন। মমতা আরও বলেন, অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কোনও কারণ রয়েছে। কিন্তু আমরা তো কিছু বলিনি।

মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়! কেন্দ্রীয় সরকারের উদ্দেশে মমতা বলেন, আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি! মমতা বলেন, ১৯৭১ সালের ইন্দিরা -মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক। বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না।

মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে- বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেয়া হবে। ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়। আর বিশ্বে পঞ্চম। মমতা ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে। ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না।

বৃহস্পতিবার নিউটাউনে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করার সময় বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হন। এর আগে তিনি রাজপথে মিছিল করে ঘোষণা করেছেন, হেনস্থা তিনি মানবেন না।

মমতা এদিন আবাসন প্রকল্প নিয়ে বলেন, কলকাতায় একটা মাথা গোঁজার ঠাঁই করার  ইচ্ছা থাকে অনেকেরই। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না মূলত আর্থিক কারণে। বাস্তবে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না বিপুল দামের জন্য। তবে এবার বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার। সেটাও আবার নিউটাউনে।

বাংলাদেশ সময়: ০:১৭:৩৭   ৩৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু
এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নের শোক
ফিলিস্তিনি স্বীকৃত রাষ্ট্র হলে গাজা মেরিন গ্যাসক্ষেত্রের মালিকানা নিশ্চিত হবে
ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প
তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল
ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

Law News24.com News Archive

আর্কাইভ