সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন আশুলিয়া থানা এলাকায় বিএনপিকর্মী মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ হিল কাফি ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন প্রথমে তাকে হাবিব ক্লিনিক ও পরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে গণস্বাস্থ্য থেকে নিউরোসায়েন্স হাসপাতালের দিকে রওনা হলে মহাসড়কে আসামিরা অ্যাম্বুলেন্স আটকে দেয়। ফলে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ভিকটিম লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৭ আগস্ট মারা যান। ওই ঘটনায় গত ২২ আগস্ট ভিকটিমের স্ত্রী ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহ হিল কাফিকে আটক করা হয়। এরপর গত ৪ আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা হয়। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি। পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে আটক করেন র ্যাব।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৬   ১৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনার প্লট বরাদ্দে দুর্নীতির ৬ মামলার বিচার দুই আদালতে
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১
জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ: প্রধান বিচারপতি
সরকারি কর্মচারীকে বিচারের দ্বায়িত্ব দিলে মানুষ ন্যায়বিচার পাবে?
নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন আপনারা: ব্যারিস্টার সুমন
শেখ হাসিনাসহ ১শ’ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
সাবেক আট মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসে তদন্ত শেষ করার নির্দেশ
কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি সেনাবাহিনী: আইএসপিআর
বাংলাদেশে মানবাধিকার অফিস চালু করছে জাতিসংঘ

Law News24.com News Archive

আর্কাইভ