ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
রবিবার, ২০ জুলাই ২০২৫



ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের (প্রায় ৭.৫ বিলিয়ন পাউন্ড) মানহানির মামলা করেছেন। অভিযোগ, সংবাদপত্রটি তাকে জেফ্রি এপস্টেইনের (কুখ্যাত যৌন অপরাধী) সঙ্গে যুক্ত করে একটি অশালীন জন্মদিনের নোট পাঠানোর অভিযোগে মানহানি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিনে ট্রাম্পের নামে টাইপ করা একটি বার্তা পাঠানো হয়েছিল। পত্রিকাটি জানায়, ওই চিঠি ‘হাত দিয়ে আঁকা এক নগ্ন নারীর সীমানার ভেতরে টাইপ করা টেক্সট’ আকারে ছিল এবং ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে এক কাল্পনিক কথোপকথনের ভঙ্গি নেয়। বার্তায় নাকি লেখা ছিল: ‘রহস্যরা কখনো বুড়ো হয় না’, এবং শেষে উল্লেখ: ‘বন্ধুত্ব একটি দারুণ ব্যাপার। শুভ জন্মদিন - আর প্রতিদিন হোক আরেকটি সুন্দর গোপনীয়তা।’ ট্রাম্প এসব অস্বীকার করে বলেছেন, এগুলো আমার লেখা নয়, এভাবে আমি কথা বলি না। আমি ছবি আঁকি না। তিনি বলেন, সংবাদপত্রের প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর, এবং মারডক ও জার্নালকে আগে থেকেই মামলা করার সতর্কতা দেয়া হয়েছিল। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমরা এই ভুয়া, অপবাদমূলক খবর প্রকাশকারীদের বিরুদ্ধে শক্তিশালী মামলা দায়ের করেছি। রুপার্ট ও তার ‘বন্ধুরা’ ঘন্টার পর ঘন্টা জবানবন্দি দেয়ার জন্য প্রস্তুত থাকুক। ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠানডাও জোন্স জানিয়েছে, আমাদের প্রতিবেদনের নির্ভুলতা ও কঠোরতার ওপর পূর্ণ আস্থা আছে। আমরা দৃঢ়ভাবে আইনি লড়াই চালাব।

বাংলাদেশ সময়: ০:০১:০৯   ৮৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ