তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের
রবিবার, ২০ জুলাই ২০২৫



তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের

তীব্র ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর দিন গুনছেন গাজাবাসী। যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো যেন মৃত্যু ফাঁদ। রোববার স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ত্রাণপ্রার্থী ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে গাজার মধ্যাঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে দখলদাররা। এদিকে দেইর আল বালাহতে হামলা জোরাদের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে উপত্যকাটিতে আটক জিম্মিদের পরিবার। তারা বলছে এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, গাজায় ২১ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে উপত্যকাটির বেশির ভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ইসরাইলি বাহিনীর বাধার মুখে তীব্র ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাজার নিরীহ মানুষ। উত্তরাঞ্চলীয় শহরে অবস্থিত আল শিফা হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে,  জাতিসংঘ পরিচালিত একটি ত্রাণ সহায়তা ট্রাকের সামনে ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৩০ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে দখলদাররা।

সহায়তা ব্যবস্থা ভেঙে পড়ায় খাদ্য সংকট তীব্র হয়েছে। এতে শত শত গাজাবাসী মৃত্যুর প্রহর গুনছে বলছে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ভুগতে থাকা শত শত গাজাবাসীর মৃত্যুর ঝুঁকি সম্পর্কে আমরা সতর্ক করেছি। এক্ষেত্রে গাজার মানুষের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছানো দরকার বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর দেইর আল বালাহের মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে সরে যেতে নির্দেশনা দিয়ে আকাশ থেকে লিফলেট ফেলেছে ইসরাইলি বাহিনী। তারা হামাস নির্মুলের নামে সাধারণ মানুষের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৭   ১৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি স্বীকৃত রাষ্ট্র হলে গাজা মেরিন গ্যাসক্ষেত্রের মালিকানা নিশ্চিত হবে
ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প
তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল
ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান, দাবি পিটিআইয়ের
সিরিয়াকে বিভক্ত হতে দেবে না তুরস্ক: এরদোগান
বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে
ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর এক ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ