উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

একই সঙ্গে মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এ রিট দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এ আর রায়হান।

রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

এছাড়াও যেসব বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে তা হলো-১. ট্রেনিং বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

২. রাজধানীসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও ট্রেনিং বিমানের উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়া।

৩. মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো।

৪. মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।

৫. দেশে সার্বভৌমত্ব রক্ষার্থে বিমান বাহিনীর উন্নতি কারণে নতুন বিমান ক্রয়ের জন্য আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৪   ১১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি
কারাগারে কণ্ঠ পরীক্ষার অভিযোগ ইনুর, চিফ প্রসিকিউটর বললেন ‘আদেশ ছিল’
পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

Law News24.com News Archive

আর্কাইভ