বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর
সোমবার, ২১ জুলাই ২০২৫



বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর

এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। গোটা দেশের মানুষের চোখ এখন রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। সোমবার মধ্যদুপুরের পরপরই খবর আসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোনের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হতাহতের সংখ্যা বহু। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধানসহ রাজনীতিবিদরা গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো নিহতের বেশির ভাগই শিশু। এমন ট্রাজেডি বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব গণমাধ্যমেও প্রধান শিরোনাম হয়েছে। তারা এ খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

বৃটিশ গণমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন, মার্কিন বার্তা সংস্থা এপি, পাকিস্তানের জিও নিউজ, মধ্যপ্রাচ্যের আরব নিউজ, ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের এই ট্রাজিক দুর্ঘটনার কথা।

প্রায় সকল গণমাধ্যমেই নিহতের সংখ্যা ১৯ দেয়া হয়েছে। বিবিসি তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৬৪ জন। ফেসবুকে দেয়া এক পোস্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ নামের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টার দিকে উড্ডয়নের পর উত্তরার একটি স্কুলের ভবনে বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছে। ৫০ জনের বেশি শিশু ও প্রাপ্ত বয়স্ককে ঢাকার বার্ন ইউনিটে নেয়া হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্কুলটিতে শিক্ষার্থীদের বয়স ৪ থেকে ১৮ বছর। রেজাউল ইসলাম নামের মাইলস্টোনের এক শিক্ষক বিবিসিকে বলেছেন, তিনি সরাসরি স্কুলের ভবনে বিধ্বস্ত বিমানটিকে আঘাত করতে দেখেছে।

মাসুদ তারিক নামের আরেক শিক্ষক রয়টার্সকে বলেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘুরে তাকিয়ে শুধু আগুন আর ধোঁয়া দেখতে পান তিনি। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে অনেক শিশু ও অভিভাবকরা ছিলেন বলে জানান মাসুদ। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেছেন, আমার চোখের সামনেই বিমানটি ভবনে আঘাত হানে। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে কাজ করছে। তাদেরকে ঘটনাস্থল থেকে দেহ বের করে আনতে দেখা যায়।

দুর্ঘটনার পুরো চিত্রই তুলে ধরেছে এসব গণমাধ্যম। এছাড়া সরকার ও রাজনীতি দলগুলোর অবস্থান সম্পর্কেও উল্লেখ করেছে এগুলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শোকবার্তা উল্লেখ করে বিবিসি জানিয়েছে, সরকার প্রধান তার শোক বার্তায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি তদন্তেরও নির্দেশ দেন। মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোকের ঘোষণার কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে গণমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪১   ২১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু
এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নের শোক
ফিলিস্তিনি স্বীকৃত রাষ্ট্র হলে গাজা মেরিন গ্যাসক্ষেত্রের মালিকানা নিশ্চিত হবে
ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প
তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল
ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

Law News24.com News Archive

আর্কাইভ