
কোনো তদন্ত ছাড়াই ইসরাইলি সেনাদারে যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট ঘটনার তদন্ত বন্ধ করে দেয়া হচ্ছে। অমিমাংসিত এসব তদন্তের মধ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ত্রাণপ্রার্থী ১১২ জন ফিলিস্তিনির হত্যার বিষয়টিও রয়েছে। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ওঠা ১০টি অভিযোগের ৯টির তদন্তই বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিকদের বিরুদ্ধে চালানো সামরিক সহিংস ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্সের (এওএভি)।এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের মে মাসে রাফার একটি তাবুতে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনারা। এছাড়া গত জুনে রাফার একটি খাদ্য বিতরণ কেন্দ্রেও নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। যাতে ৩১ জন ফিলিস্তিনি নিহত হন। এ বিষয়েও কোনো মিমাংসা ছাড়াই তদন্ত বন্ধ করে দেয়া হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জুনে হামলার বিষয়টি অস্বীকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
এতে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জুনের হামলার বিষয়টি অস্বীকার করে তা অসত্য বলে দাবি করেছে। তারপরেও এ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছে আইডিএফ। সংস্থাটি জানিয়েছে, কোনো মিমাংসা ছাড়া বা কোনো দোষ খুঁজে না পেয়ে তদন্তগুলো বন্ধ করেছে ইসরাইল। যার মধ্যে তাদের বাহিনীর বিরুদ্ধে বেসামরিকদের বিরুদ্ধে চালানো নৃশংসতার বেশ কিছু অভিযোগ রয়েছে।আইডিএফের দাবি, গাজায় অভিযানের সময় ঘটে যাওয়া ব্যতিক্রম ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করবে তারা। বিশেষ করে যেসব ঘটনায় আইন লঙ্ঘনের সম্ভাবনা আছে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন অক্ষুণ্ন রেখে ইসরাইলি আইনকে প্রধান্য দেয়া হবে। এছাড়া অভ্যন্তরীনভাবে যুদ্ধপরাধের বিষয়টিও খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। ইসরাইলি পুলিশের তথ্য অনুসন্ধানী ফলাফলের ভিত্তিতে এসব তদন্ত পরিচালিত হবে।তদন্তমূলক এবং আইনি দিক থেকে তুলনামূলকভাবে কম সময়ের ব্যবধানের ফলে অন্যান্য অমীমাংসিত মামলাগুলোর বিচার হতে পারে। তবে আইডিএফের তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক ওই সংস্থা। তারা বলছে, গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইসরাইলি বাহিনীর তদন্ত আরও অস্বচ্ছ এবং ধীর গতির হয়ে উঠেছে।
এওএভি জানিয়েছে, ইংরেজি ভাষার গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এমন ৫২টি ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে; যেখানে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা গাজা বা পশ্চিম তীরে তাদের বাহিনী কর্তৃক অন্যায়ের অভিযোগ তদন্ত করেছে বা করবে। এর মধ্যে মাত্র ১৩০৩ নিহত ও ১৮৮০ আহত ফিলিস্তিনির কথা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইলের নিজস্ব তদন্তের মাধ্যমে এ পর্যন্ত মাত্র একজন ইসরাইলি সৈন্যের জেল হয়েছে। ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত তাকে মাত্র সাত মাসের জেল দেয়। এছাড়া আরেক সেনা কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৩৯:৩৯ ৫১ বার পঠিত