ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক

ইসরাইলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করলো তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তার দেশ সম্পূর্ণভাবে ইসরাইলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আরও বলেন, আমরা ইসরাইলের জন্য সম্পূর্ণভাবে আমাদের আকাশ সীমা বন্ধ করেছি। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে ফিদান বলেন, গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। গত বছর মে মাসে ইসরাইলের সঙ্গে সকল প্রকার সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় তুরস্ক। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবি তুলে তারা ওই সিদ্ধান্ত গ্রহণ করে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। আঙ্কারা অবশ্য বরাবরই গাজা যুদ্ধ নিয়ে সোচ্চার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা যুদ্ধকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন।

হাকান ফিদান বলেন, আমরা সম্পূর্ণভাবে ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছি। তাদের বিমান যাতে আমাদের আকাশসীমায় পৌঁছাতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উল্লেখ্য, দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

আল জাজিরার সাংবাদিক রাসুল সর্দার বলেন, এটি শুধু গাজার মানবিক সংকটের বিষয়ই না। তুরস্কের জন্য ইসরাইল ধীরে ধীরে জাতীয় নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।  তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে একে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করছে  তুরস্ক। বিশেষ করে সিরিয়াতে। আঙ্কারা অভিযোগ করেছে, ১৪ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত  সিরিয়ার পুনরুথান প্রচেষ্টা ব্যাহত করছে ইসরাইল। তিনি আরও বলেন, হাকান ফিদানের মন্তব্য থেকে বুঝা যায়, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও অন্য দেশগুলোকে দখলদারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে তুরস্ক।

গত সপ্তাহে তুরস্কের মিডিয়া জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। সূত্রের মতে, ইসরাইলি জাহাজগুলো যাতে তুরস্কের বন্দরে ভিড়তে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আরও বলা হয়েছে, তুরস্কের জাহাজও ইসরাইলের বন্দরে যাবে না।

এদিকে তুরস্কের এমন সিদ্ধান্তে উদ্বেগ বিরাজ করছে সাধারণ ইসরাইলিদের মাঝে। ইসরাইলি রাজনীতি বিশ্লেষক আকিভা এল্ডার বলেন, তুরস্কই একমাত্র দেশ না যারা আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক বহু বছর ধরে ইসরাইলের মিত্র এবং ইসরাইলি পণ্যের একটি গুরুত্বপূর্ণ বাজার। একের পর এক দেশ আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছে। এ নিয়ে সাধারণ ইসরাইলিরা শঙ্কায় আছেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:০৬   ১৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত
অস্ত্র প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করলো বৃটেন
গাজা শহরে হামলা শুরুর ঘোষণা ইসরাইলের
গাজার জেইতুনের সকল ভবন ধ্বংস করেছে ইসরাইল
জাপানের এক শহরে দিনে ২ ঘণ্টা মোবাইল ব্যবহারের প্রস্তাব
ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তান নয়, ভারতের মূল টার্গেট চীন
ফোর্টিফাই রাইটসের বিবৃতি হাসিনার আমলে জোরপূর্বক গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে

Law News24.com News Archive

আর্কাইভ