ওপেনএআই প্রধানের সতর্কবার্তা এআইচালিত জালিয়াতিতে বড় সংকট আসন্ন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওপেনএআই প্রধানের সতর্কবার্তা এআইচালিত জালিয়াতিতে বড় সংকট আসন্ন
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



এআইচালিত জালিয়াতিতে বড় সংকট আসন্ন

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সতর্ক করেছেন। বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত প্রচলিত পরিচয় যাচাই ব্যবস্থাগুলোকে অকার্যকর করে দিচ্ছে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান ও নিরাপত্তা ব্যবস্থায়। এর ফলে বড় সঙ্কট দেখা দিতে পারে। এ খবর দিয়েছে অনলাইন হারেৎজ। আধুনিক হুমকির প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে অল্টম্যান বলেন, অনেক ব্যাংক এখনও ভয়েসপ্রিন্ট-ভিত্তিক যাচাই ব্যবহার করছে, যা এখন এআই প্রযুক্তির কারণে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে। তিনি বলেন, যা আমাকে আতঙ্কিত করে তা হলো এখনও কিছু ব্যাংক কণ্ঠস্বরের মাধ্যমে পরিচয় যাচাই করে। এআই প্রযুক্তি এই পদ্ধতিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, পাসওয়ার্ড এখনও কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু আধুনিক ও সুবিধাজনক অনেক যাচাই পদ্ধতি- যেমন কণ্ঠস্বর শনাক্তকরণ বা সেলফি-ভিত্তিক মুখের স্বীকৃতি- এখন শক্তিশালী জেনারেটিভ এআই যুগে আর ভরসাযোগ্য নয়।

অল্টম্যান সতর্ক করেন, মানব কণ্ঠ ও চেহারা অনুকরণে সক্ষম এআই টুল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রতারণার এক নতুন ঢেউ ডেকে আনবে। তিনি উদাহরণ হিসেবে সাম্প্রতিক মুক্তিপণ আদায় কৌশলের কথা উল্লেখ করেন, যেখানে অপরাধীরা ভুক্তভোগীর সন্তান বা পরিবারের সদস্যের কণ্ঠস্বর নকল করে ফোনে জরুরি ও বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করে টাকা আদায় করছে। অল্টম্যান বলেন, খুব শিগগিরই এই প্রতারণা আরও ভয়াবহ হবে। কারণ এআই-সৃষ্ট ভিডিও কল বাস্তবের মতো হয়ে উঠছে, যা চেনা প্রায় অসম্ভব। এই প্রযুক্তি এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে যে সমাজকে মৌলিকভাবে নতুন করে ভাবতে হবে কীভাবে মানুষকে শনাক্ত করা হবে। খুব শিগগিরই একটি সাধারণ ফোন কল বা এমনকি ফেসটাইমও বিশ্বাসযোগ্য থাকবে না। আমাদের প্রস্তুত হতে হবে এমন এক বিশ্বের জন্য যেখানে প্রচলিত যাচাই পদ্ধতিগুলো আর কার্যকর হবে না। এর প্রভাব প্রতারণা ও নিরাপত্তার ক্ষেত্রে বিশাল।

বাংলাদেশ সময়: ২১:২৫:১১   ১৬৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ