রাশিয়ায় বিমান বিধ্বস্ত, প্রায় ৫০ আরোহীর সবাই নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় বিমান বিধ্বস্ত, প্রায় ৫০ আরোহীর সবাই নিহত
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



রাশিয়ায় বিমান বিধ্বস্ত, প্রায় ৫০ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় প্রায় ৫০ আরোহী নিয়ে একটি অ্যান-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাথমিক খবরে জানানো হয়েছে, কেউই বেঁচে নেই। সিভিল ডিফেন্স, জরুরি ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, অ্যান-২৪ বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়া ভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা। প্রথমে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।এরপর তা খুঁজে বের করতে জরুরি তল্লাশি অভিযান চলছিল বলে জানান আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ। কিন্তু পরে জানানো হয়, এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তারা বিমানের ফিউজলেজের সন্ধান পেয়েছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এমআই-৮ হেলিকপ্টার বিমানটির ফিউজলেজ দেখতে পেয়েছে। এই হেলিকপ্টারটি পরিচালনা করে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।

বার্তা সংস্থা তাস-এর খবর অনুযায়ী, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের মতো দৃষ্টিসীমা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এ কারণে বিমানটি অবতরণের চেষ্টা করে থাকতে পারেন ক্রু। এটা হতে পারে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি কারণ। সাইবেরিয়া-ভিত্তিক অ্যাঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীনের সীমানা লাগোয়া আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় বৃহস্পতিবার এটি রাডার থেকে হারিয়ে যায়।

স্থানীয় জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি গন্তব্যের কাছাকাছি থাকাকালীন হঠাৎ করে রাডারের বাইরে চলে যায়। গভর্নর অরলোভ টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে পাঁচজন শিশু। তাদের সঙ্গে ছয়জন ক্রু সদস্যও ছিলেন। তিনি বলেন, বিমান অনুসন্ধানে সব প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৪:১১   ১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ওপেনএআই প্রধানের সতর্কবার্তা এআইচালিত জালিয়াতিতে বড় সংকট আসন্ন
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, প্রায় ৫০ আরোহীর সবাই নিহত
বৈধ কাগজপত্র না থাকায় পাক-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক
গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু
এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান বিধ্বস্তের খবর
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নের শোক
ফিলিস্তিনি স্বীকৃত রাষ্ট্র হলে গাজা মেরিন গ্যাসক্ষেত্রের মালিকানা নিশ্চিত হবে
ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প
তীব্র ক্ষুধার মধ্যে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরাইলের

Law News24.com News Archive

আর্কাইভ