
পাকিস্তান-ইরান সীমান্ত পার হওয়ার সময় ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় তাফতানের কাছে বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তারা। এ খবর দিয়েছে সামা টিভি।
একটি সূত্র জানিয়েছে, বেলুচিস্তানের রিমোট এলাকার চাগাই জেলার মাসখিল অঞ্চলে অভিযান চালানো হয়। এই অঞ্চল অবৈধ অভিবাসীদের প্রধান রুট হিসেবে পরিচিত। আটককৃতরা পাকিস্তানে পর্যটক ভিসায় প্রবেশ করে, সেখান থেকে ইরানে প্রবেশের চেষ্টা করেন। এরা সকলেই জুন থেকে জুলায়ের মধ্যে পাকিস্তান প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। উদ্দেশ্য ইরানে প্রবেশ। তবে তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।সীমান্তের কাছে অব্যবহৃত একটি রুট দিয়ে ইরানে প্রবেশ করার চেষ্টা করছিলেন আটককৃতরা। পরে নিরাপত্তাবাহিনীর নজরে এলে তাদেরকে আটক করে প্রশ্নের সম্মুখীন করা হয়। সেখানে তারা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে তাদের আটক করে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিকভাবে কথিত এসব বাংলাদেশির কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।
নিরাপত্তা সূত্র বলছে, আটক ৩৩ ব্যক্তিকে প্রথমে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর তাদেরকে ফ্রন্টিয়ার কর্পসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২২:৫৭ ১৮ বার পঠিত