
কিশোরগন্জের কটিয়াদি উপজেলার মানিকদির সন্তান আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। তার গর্বিত পিতা মাতা হলেন মো: সুরুজ আলী ও মোসা: আমেনা খাতুন ।
তিনি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় হতে এল এলবি এবং সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় হতে এল এল এম ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন এবং ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য হয়ে ওকালতি শুরু করেন । পরবর্তীতে ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ও ২০২৪ সালে আপীল বিভাগে তালিকাভূক্ত হন। ২০২৪ সালের আগস্ট মাসে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ৪ নভেম্বর ২০২৫ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের এক্সকিউটিভ মেম্বার।
বাংলাদেশ সময়: ১২:১৪:০৮ ১০৮ বার পঠিত