গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ

প্রথম পাতা » ড্রাফট » গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার ৫৭ হাজারের বেশি পরিবার এখন পরিচালনা করছেন নারীরা। এসব পরিবারের বেশিরভাগই জনাকীর্ণ আশ্রয়স্থল, ক্ষুধা এবং রোগের মধ্যে চরম দুর্দশার মুখোমুখি।

ইসরায়েলি গণহত্যার মুখে গাজা উপত্যকায় অনেক পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার পুরুষ হত্যার শিকার হয়েছেন, কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি নেস্টর ওওমুহাঙ্গি এক সংবাদ সম্মেলনে গাজাজুড়ে হাসপাতাল, নারী ও মেয়েদের থাকার, যুব কেন্দ্র এবং বাস্তুচ্যুতি শিবির পরিদর্শনের বর্ণনা দেন।

তিনি বলেন, ‘গাজার ৫৭ হাজারেরও বেশি পরিবার এখন নারীদের দ্বারা পরিচালিত হয়। তাদের অনেকেই গভীরভাবে ঝুঁকিপূর্ণ, তাদের সন্তানদের ভরণপোষণের জন্য কোনো আয় নেই।’

তিনি আবহাওয়ার প্রভাব তুলে ধরে বলেন, ‘দুর্ভোগের ওপর একটি নতুন স্তর যুক্ত করছে শীতের বৃষ্টিপাত এবং বন্যা।’

খাবার ও পানির জন্য পরিবারগুলোকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেস্টর ওওমুহাঙ্গি এই পরিস্থিতিতে বলেন, ‘মানুষ আর ঘরবাড়ি, শিক্ষা কিংবা উপযুক্ত খাবার চায় না। তারা একটি তাঁবু, একটি ছোট হিটার বা আলো চায়। তাদের প্রত্যাশা ভেঙে পড়েছে - যে কোনো ধ্বংসপ্রাপ্ত ভবনের মতোই ধ্বংসাত্মকভাবে।’

গাজার স্বাস্থ্যব্যবস্থার কথা উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘মাত্র এক-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আংশিকভাবে কাজ করছে। সবগুলোতেই কর্মীর অভাব, চাপ এবং মৌলিক জিনিসগুলোর অভাব রয়েছে।’

বাংলাদেশ সময়: ২১:০৭:৫৩   ১১ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ
মানিকখালীর সন্তান মো: আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প
রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর আমতলা পূজামন্ডপ পরিদর্শন
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কান্নায় ভেঙে পড়েন ‘ছাগলকাণ্ডে’র মতিউর, মেলেনি জামিন
যুবলীগ নেতার চাঁদাবাজির তদন্তে আদালতের স্বপ্রণোদিত আদেশ
লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
বোর্ডের সহায়তায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে
সালমান এফ রহমানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ