
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
শারদীয় দুর্গা পূজা -২০২৫
উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম শহরের সবচেয়ে আকর্ষণীয় দৃষ্টি নন্দন আমতলা দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করাসহ শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টীর রাতে রাজবাড়ী শহরের আমতলা পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কমিটির পক্ষ জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম কে শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত ছিলেন, রাজবাড়ীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার,
জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অনিন্দিতা গুহ বানী, সদস্য সচিব বাবলু চক্রবর্তী। আমতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি পরিমল সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ সাহাসহ অনেকে।
পূজামন্ডপ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ
মোঃ আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২:৫১:০৯ ১৮২ বার পঠিত