
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
লালমোহন উত্তর বাজার বাইতুর রেদোয়ান জামে মসজিদ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ এর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভোলা -৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন,যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজী, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বশির, মেহেদী হাসান, সহ.অধ্যাপক আদিল উদ্দিন, সহ.অধ্যাপক সালাউদ্দিন, মো. হারুন,মো. আলমগীর, কাইয়ুম হোসেন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, মামুন বিন্দীসহ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১১:৩৬:০০ ১৮ বার পঠিত