‘চোর’ সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত

প্রথম পাতা » অপরাধ » ‘চোর’ সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



‘চোর’ সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত

নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা।

খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

তবে পরিবারের দাবি, চোর নয় চাঁদা না দেয়ায় পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে সকালেই পিটুনী দেয় স্থানীয়রা। সকালে আহত হিমেলকে পুলিশের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৩৩   ২১৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে হামলা-মামলা’য় ৭জন গ্রেফতার
বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
দুদকের জালে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম
র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর কালুখালীতে ভূয়া পুলিশ আটক, জনমনে স্বস্তি
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের ১লক্ষ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রাইভেটকার, ওয়াকিটকি, চাপাতি, টাকা উদ্ধারসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

Law News24.com News Archive

আর্কাইভ