তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল

প্রথম পাতা » আন্তর্জাতিক » তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুটি সংলগ্ন এলাকায় এক নারীকে গাছে বেঁধে প্রহার ও তার পোশাক খুলে নেয়ার চেষ্টা করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে চারজন নারীর বিরুদ্ধে। প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ডের এক ভয়ঙ্কর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, পুলিশ জানিয়েছে- ঘটনাটি মূলত জমি সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ইতিমধ্যেই এক অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পলাতক অভিযুক্তদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। জমিসংক্রান্ত বিষয়ই প্রাথমিকভাবে কারণ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে। জাতিভিত্তিক নির্যাতন কি এর সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করছি।

ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারীকে তার নিজের শাড়ি দিয়ে গাছে বাঁধা। চার নারী তাকে ঘিরে অশ্রাব্য গালি দিচ্ছে। মারধর করছে এবং তার পোশাক খুলে ফেলার চেষ্টা করছে। এক পর্যায়ে তার ব্লাউজ আংশিকভাবে খুলে নেয়া হয় অপমান করার জন্য। এক নারী তাকে উদ্দেশ করে বলেন, তুমি কুকুরের সমান। আরেকজন লাঠি নিয়ে তাকে আঘাত করেন। কেউ তার চুল টেনে ধরে। ভুক্তভোগী মরিয়া হয়ে এক আক্রমণকারীর গায়ে আঁকড়ে ধরেন যাতে সম্পূর্ণভাবে উলঙ্গ না হতে হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এক নারী পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছেন এবং অন্যদের সতর্ক করে বলছেন, এভাবে চললে সবাই জেলে যাবে। কিন্তু হামলাকারীরা নির্বিকারভাবে নির্যাতন চালিয়ে যেতে থাকেন। ভিডিওর শেষ দিকে এক বৃদ্ধ মহিলাকে ভুক্তভোগীর ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে দেখা যায়। তবে এ সময় এক নারী মাঝপথে হস্তক্ষেপ করে, যাতে বাকি আক্রমণকারীরা ভুক্তভোগীকে আরও অপমান করতে না পারেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সম্পূর্ণ ক্রম পটভূমি যাচাই করা হচ্ছে এবং জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৫   ৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ