নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ওয়েস্ট ভ্যালির একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকা এক নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যত্ন নেয়া হয়। অনলাইন ফক্স ১০ ফনিক্স এ খবর দিয়েছে। এতে আদালতের নথি উদ্ধৃত করে বলা হয়, ২৪ বছর বয়সী শিক্ষিকা শার্লট হিউজবির বিরুদ্ধে নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের দুটি অভিযোগ আনা হয়েছে। এর তদন্ত শুরু হয় ২৮ আগস্ট। ওইদিন অস্টিন সেন্টারস ফর এক্সেপশনাল স্টুডেন্টস (এসিইএস) পিওরিয়া ক্যাম্পাসে ডাকা হয় পুলিশকে। সেখানকার সুপারিনটেনডেন্ট ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ও হিউজবির মধ্যে ‘অশোভন টেক্সট মেসেজ’ খুঁজে পান। হিউজবি ওই স্কুলে থেরাপিউটিক সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। কোর্ট ডকুমেন্টে বলা হয়, এক শিক্ষার্থী কাউন্সেলিং সেশনে জানায় যে ভুক্তভোগী জানিয়েছে, তার সঙ্গে এক শিক্ষিকার যৌন সম্পর্ক রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে একটি ভিডিওও উদ্ধার করা হয়। তাতে তাকে হিউজবির সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে দেখা যায়। আরেকজন শিক্ষার্থী জানায়, একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ চ্যাটে ওই ভিডিও শেয়ার করা হয়। এরপরই হিউজবিকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। ভুক্তভোগীর বাবা প্রথমে ভেবেছিলেন, তার সন্তানের সঙ্গে ‘অ্যাঞ্জি’ নামে ১৮ বছর বয়সী এক মেয়ের সম্পর্কে রয়েছে। কিন্তু পরে জানতে পারেন, ‘অ্যাঞ্জি’ আসলে হিউজবি। শিক্ষার্থীর পিতা আরও জানান, ২০২৪ সাল থেকে তার সন্তান প্রায় সপ্তাহান্তেই হিউজবির সঙ্গে থেকেছে এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটির বেশিরভাগ সময়ও হিউজবির সঙ্গে কাটিয়েছে। তিনি কখনও জানতেন না যে হিউজবি আসলে ২৪ বছর বয়সী এবং তার সন্তানের স্কুলের কর্মী, একজন শিক্ষিকা। ভুক্তভোগী ফরেনসিক সাক্ষাৎকারে পুলিশের কাছে জানায়, স্কুলে পরিচয়ের কয়েক সপ্তাহ পর থেকেই তাদের সম্পর্ক শুরু হয় এবং নিয়মিত যৌন সম্পর্ক ছিল। এক পর্যায়ে হিউজবি একটি হোটেল রুম ভাড়া নিয়ে তাকে সেখানে ডাকেন, তাদের সম্পর্ক ভিডিওতে ধারণ করেন এবং এমনকি বলেন- সে যেন তাকে মা হতে বা সন্তান জন্মদানে সহায়তা করে।

৩ সেপ্টেম্বর পুলিশ হিউজবির সঙ্গে কথা বলে এবং তিনি ভুক্তভোগীর সঙ্গে ১০ থেকে ১৫ বার যৌন সম্পর্কের কথা স্বীকার করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। নথি অনুযায়ী, হিউজবি ছয় বছর ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তবে তার বিরুদ্ধে আগে কখনও কোনো অভিযোগ ওঠেনি। এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ২৮শে আগস্ট আমরা একজন কর্মী ও এক শিক্ষার্থীর মধ্যে স্কুলের বাইরে ও সময়ের বাইরে সম্ভাব্য অসদাচরণের খবর পাই। সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই, ওই নারী কর্মী বা শিক্ষিকার চাকরি স্থগিত করি এবং পূর্ণ তদন্ত শুরু করি। ২৯শে আগস্ট চাকরি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। ৩রা সেপ্টেম্বর আমরা জানতে পারি, পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। গত ৩০ বছর ধরে যেমন করে আসছি, ভবিষ্যতেও আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৫   ১০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ