তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন

বন্ধ হয়ে যাচ্ছে ভারতের বিখ্যাত পারসি ম্যাগাজিন পারসিয়ানা। তহবিল সংকট এবং পরিচালনার জন্য উত্তরসূরি না থাকায় অক্টোবর থেকেই বিদায়ের ঘোষণা দিয়েছে ৬০ বছর পুরনো জনপ্রিয় এই ম্যাগাজিন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ১৯৬৪ সালে পেস্তোনিজ ওয়ার্ডেন নামের এক পারসি চিকিৎসকের হাত ধরে যাত্রা শুরু করে এই ম্যাগাজিন। জানা যায় এটির প্রতিষ্ঠা একজন চন্দন কাঠ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পারসিদের ইতিহাস তুলে ধরতেই এই পত্রিকা চালু করেন তিনি। পারসিয়ানা শুরুতেই বেশ জনপ্রিয়তা পায়। দিনকে দিন ম্যাগাজিনটির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বহু পারসিয়ানদের জন্য বিশেষ এই পত্রিকাটি বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজ সম্প্রদায়ের মানুষ সম্পর্কে জানার জানালা খুলে দেয়। ম্যাগাজিনটির আকস্মিক বন্ধের ঘোষণায় শুধু গ্রাহকরাই না বরং এ সম্পর্কে অবগতরাও বেশ মর্মাহত হয়েছে।

১৮ বছর বয়সী এক তরুণ শিক্ষার্থী সুশান্ত সিং বলেন, এটা যেন একটি যুগের অবসান। ম্যাগাজিনটিকে নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কৌতুক প্রচলিত ছিল বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, আমরা জোক করতাম যে- আপনি যদি পারসিয়ানা সম্পর্কে না জানেন তাহলে আপনি সত্যিকার পারসিয়ান হতে পারেন না। আগস্টে সংখ্যার সম্পাদকীয়তে ম্যাগাজিনটি বন্ধের খবর প্রকাশের পর থেকে শ্রদ্ধায় ভাসছে এই ম্যাগাজিন। সেপ্টেম্বরের সংখ্যায় মুম্বাই থেকে একজন পাঠক লিখেছেন, আমাদের মতো ছোট সম্প্রদায়কে এত আবেগ দিয়ে বর্ণনা করা যায় সেটা ভাবা কঠিন ছিল, তবে পারসিয়ানা সেই অসাধ্যকে জয় করেছে। পাকিস্তান থেকে অন্য আরেক পাঠক লিখেছেন, এই ম্যাগাজিনটি প্রকাশনার চেয়েও বেশি কিছু ছিল। এটি বিশ্বব্যাপী জরথুস্ত্রদীয়দের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন ছিল।

সুদুর ওয়াশিংটন থেকেও ম্যাগাজিনটির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এক পাঠক। বলেছেন, এই ম্যাগাজিন শুধু সম্প্রদায়গত যোগাযোগ স্থাপনকারী ছিলো না বরং এর মাধ্যমে বিতর্কিত বিষয়েও দিশা পাওয়া গেছে। ১৯৭৩ সাল থেকে ম্যাগাজিনটির দায়িত্বে আছেন জেহাঙ্গির প্যাটেল। ৮০ বছর বয়সী এই ব্যক্তি বলেছেন, সবসময়ই তিনি ম্যাগাজিনটিকে সাংবাদিকতার মান দেয়ার চেষ্টা করেছেন। শুরুর দিকে এতে পারসি এবং মেডিকেল সংক্রান্ত নিবন্ধ ছাপা হতো। তবে প্যাটেল দায়িত্ব নেয়ার পর এতে বিচিত্রতা আনা হয়। ম্যাগাজিনটিতে তিনি সততার সঙ্গে প্রতিবেদন, কলাম এবং পারসি বিষয়ক বহু ইস্যু তুলে ধরতেন। এর জন্য তিনি ম্যাগাজিনটিতে সাংবাদিকদের নিয়ে আসেন এবং তাদের প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৭   ১২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


তহবিল সংকটে বন্ধ হচ্ছে ভারতের ৬০ বছর পুরনো পারসি ম্যাগাজিন
তামিলনাড়ুতে নারীকে গাছে বেঁধে প্রহার, পোশাক খোলার চেষ্টা, ভিডিও ভাইরাল
নাবালক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ