গ্রেফতারের সময় মদ্যপ ছিলেন সামসুদ্দোহা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার

প্রথম পাতা » রাজধানী » গ্রেফতারের সময় মদ্যপ ছিলেন সামসুদ্দোহা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



গ্রেফতারের সময় মদ্যপ ছিলেন সামসুদ্দোহা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার

মদ্যপ অবস্থায় গ্রেফতার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ ঘণ্টা অপক্ষোর পর রোববার বেলা ১১টায় পুলিশ তাকে নবাবগঞ্জের পানালিয়া ওয়ান্ডেরালা গ্রীনপার্ক থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশ তাকে ঢাকায় নিয়ে গেছে।

থানা সূত্র জানিয়েছে, সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা তার নিজ বাড়ি পানালিয়ায় অবস্থান করছিলেন। শনিবার তিনি মদ্যপ অবস্থায় বাসা দেখভালের দায়িত্বে থাকা লোকজনকে হুমকি-ধমকি দেন। পরে রাত ১১টায় এক গৃহকর্মী ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানালে নবাবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ সময় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে পুলিশের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া তিনি পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

পুলিশের একটি সূত্র জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি তার বাসার চারজন গৃহকর্মীসহ বেশ কয়েকজনকে বেতন না দিয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন। লাইসেন্স করা অস্ত্র দিয়ে তাদের গুলি করার হুমকিও দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তার কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পুলিশ তার রুমের দরজা খোলার অপেক্ষায় থাকে। একপর্যায়ে খন্দকার সামসুদ্দোহার অস্বাভাবিক আচরণে পুলিশ সদস্যরা বিব্রত হয়ে পড়েন। পরে রোববার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।

সাবেক এই পুলিশ কর্মকর্তার লাইসেন্স করা পিস্তলটি পুলিশ জব্দ করেছে। চাকরিতে থাকাকালীন খন্দকার সামসুদ্দোহা নানাভাবে প্রভাব বিস্তার করেছেন। তিনি কয়েক বছর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, কক্ষের দরজা না খোলায় তারা দীর্ঘ সময় অপেক্ষার পর সামসুদ্দোহাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫১   ৭৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৫২৫ কোটি টাকা লুটপাট, দুদকের ৬ মামলা
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম
চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা
গুম কমিশনের চেয়ারম্যান সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান বিচারপতির রোডম্যাপ ঘিরেই বিচার বিভাগে আমূল সংস্কার
প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু

Law News24.com News Archive

আর্কাইভ