
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ মো. সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে পাংশা উপজেলার জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে এবং এ গ্রামের মাদ্রাসা শিক্ষক।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে নয়টায় পাংশা থানা পুলিশ -এ উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে, অনুমানিক তিন লক্ষ ত্রিশ হাজার টাকার, ১৫৫ সিসির সিলভার রংয়ের SUZUKI GIXXER SF মোটরসাইকেল উদ্ধার করে।
যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫, যার ইঞ্জিন নং- BGA5-114592, চেসিস নং-RMBL-ED13F-119980।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
‘বিভিন্ন সূত্রের মাধ্যমে জানাগেছে, ধৃত আসামী মোঃ সাইদুল ইসলাম (২৬), অজ্ঞাতনামা ৪/৫ জনদের সহায়তা নিয়ে দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করিয়া পাংশা থানা ও আশপাশ এলাকায় চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করে মর্মে এলাকায় জনশ্রতি রহিয়াছে।
গ্রেফতার আসামী অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তাহার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৬ ৫৯ বার পঠিত