
সরকারি প্রজেক্টে শত কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক নাট্য প্রযোজকের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ হোসেন ফারুককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড অনুমোদন দেন।
মামলা সূত্রে জানা গেছে, নাট্য প্রযোজক মীর ফখরুদ্দিন ছোটনের সঙ্গে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় ফারুকের। গত বছরের নভেম্বরের শুরুতে ফারুক দাবি করেন, তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সরকারের কয়েকজন উপদেষ্টার ঘনিষ্ঠ। হাসনাত ও সারজিসের সঙ্গে ছবি দেখিয়ে তিনি ১০০ কোটি টাকার ডকুমেন্টারি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে ‘প্রফিট শেয়ারের’ অংশ হিসেবে ২ কোটি টাকা লাগবে বলে জানান। অগ্রিম হিসেবে চান ৫০ লাখ টাকা।
প্রযোজক ছোটন গত বছরের ১৯ নভেম্বর ফারুককে ৫০ লাখ টাকা দেন। তবে কাজ না দিয়ে পরে তার ফোন ধরেননি ফারুক। এ বছরের ১৩ আগস্ট টাকা ফেরত চাইলে প্রযোজককে প্রাণনাশের হুমকি দেন তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি এনসিপি নেতা হাসনাতকে জানান। হাসনাত পরে শাহবাগ থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ফারুক নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। এমনকি হাসনাতের সঙ্গে তোলা ছবি ও কৃতজ্ঞতা প্রকাশের ভয়েস মেসেজ ব্যবহার করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন।
এভাবেই সর্বশেষ ফারুকের প্রতারণার শিকার হয়ে প্রযোজক মীর ফখরুদ্দিন ছোটন গত ১ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন।
আদালতের নির্দেশে বর্তমানে ফারুককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২:১৯:৫৩ ৮ বার পঠিত