
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে র্যাব-১০ এর অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যাকান্ডের আসামী সাগর শেখ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার সাগর শেখ সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের মান্নান শেখের ছেলে।
রবিবার (৩১ আগস্ট) ভোরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরচাঁদপুর এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী সাগর কে গ্রেফতার করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলা সূত্রে জানাগেছে, মামলার বাদী মোঃ ছালাম সরদার (৬১), তার পুত্রবধূ (মৃত) এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করেন। যিনি দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
ডিসিস্ট (পূত্রবধু) এর স্বামী প্রবাসে থাকায় তিনি একাই চর বালিয়াকান্দি এলাকার একটি নিজস্ব বাড়িতে বসবাস করতেন।
গত১০ আগস্ট ২০২৫ তারিখ সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশী তার ধারের টাকা নিতে এসে মৃতদেহ খাটে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। অজ্ঞাতনামা আসামীরা গত ৯ আগস্ট ২০২৫ তারিখ রাত সাড়ে নয়টা থেকে ১০ আগস্ট সকাল সাড়ে সাতটা এই সময়ের মধ্যে কোন এক সময় ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরে থাকা একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি ট্যাব চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় মামলা ১০আগস্ট একটি মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:০৩ ৩৩ বার পঠিত