
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর নেতাকর্মীরা।
রবিবার (৩১আগস্ট) বেলা বারোটার দিকে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর নেতাকর্মীরা প্রথমে জেলা প্রশাসক, পরে এসপি’র সাথে মতবিনিময় করেন।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অনিন্দিতা গুহ (বানী), জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম-আহবায়ক ও জেলার হিন্দু- বৌদ্ধ -খ্রিস্টার্ন কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম-আহবায়ক ডা.কমল সরকার, বিশ্বজিৎ কুমার সেন (মানিক), রবিন কুমার দাস,জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বাবলু চক্রবর্তী, রাজবাড়ী পৌর পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি পরিমল সরকার, সদস্য রতন দাসসহ অনেকে।
মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, জেলার সব পুজা মন্ডপের নেতাকর্মীদের সাথে আপনারা যোগাযোগ করে খোজ খবর নেন, পুজা মন্ডপের সংখ্যা তুলে ধরেন, এছাড়াও সার্বিক সহযোগিতার আমাদের চেষ্টা থাকবে। সেই সাথে তিনি কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উন্নয়নের ব্যাপারে পরামর্শ দেন।
মতবিনিময়ে এসপি বলেন, প্রতিটা পুজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সেই সাথে তিনি আরও বলেন যে মন্ডপ গুলো সমস্যা হতে পারে সে বিষয়ে পুলিশকে আগে থেকেই অবগত করতে হবে। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিদের সাথে যোগাযোগ রাখতে হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৫ ৯৬ বার পঠিত