
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলার বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সভাপতি মান্নান বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আঃ মালেক মিয়া’র ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস্) মো.শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বুধবার (২৭আগস্ট)
সন্ধ্যায় রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর রেলগেট এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে গ্রেফতারকৃত আসামী সহ এজাহারনামীয় অন্যান্য আসামীগন ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামী রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারন জনগনের উপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে এবং তাহাদের উপর আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়িতে থাকে।
আসামীদের মারপিটে এবং আসামীদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়।
পরবর্তীতে উক্ত বিষয়ে মোঃ জিসান হোসাইন খান(২১), বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামী ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৯ ১৯২ বার পঠিত