
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে আরও এক প্রতারককে গ্রেপ্তার করেছে দুদক। ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তির নাম সোহাগ পাটোয়ারী (৪০)। তার গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থানার দাশপাড়া গ্রামে। তিনি রাজধানীর মুগদায় দক্ষিণ মান্ডা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
দুদক জানায়, গ্রেপ্তারের সময় সোহাগ পাটোয়ারীর কাছ থেকে বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র, ক্যামেরা, বুম, সেলফি স্টিক, পাসপোর্ট, ভিজিটিং কার্ড, ব্যাংকের চেক বই, মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়।
সোমবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। দুদক ওই পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ সুপার পদ মর্যাদায় কর্মরত দুদকের একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
অনুসন্ধান কমিটি পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শনিবার ও রোববার প্রতারক চক্রের মূল হোতা সেলিমসহ ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
প্রতারকরা হচ্ছে— মো. সেলিম (৪০), তরিকুল ইসলাম তারেক (৪০), আব্দুল হাই সোহাগ (৩৫) মো. আতিক (৩৮) ও সোহাগ পাটোয়ারী (৪০) ।
প্রতারক চক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করছিল। এই চক্রের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৮:৩১ ১০ বার পঠিত