গাজায় বিদেশি সাংবাদিক প্রবেশের অনুমতির জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চলচ্চিত্র প্রকাশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় বিদেশি সাংবাদিক প্রবেশের অনুমতির জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চলচ্চিত্র প্রকাশ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



গাজায় বিদেশি সাংবাদিক প্রবেশের অনুমতির জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চলচ্চিত্র প্রকাশ

ইসরাইলকে গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে অনুমতি দিতে বিবিসি ও ৩ টি আন্তর্জাতিক সংবাদ সংস্থা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করেছে। বার্তাসংস্থা রয়টার্স, এএফপি, এপির সঙ্গে মিলে ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করা হয়েছে। বিবিসির সাংবাদিক ডেভিড ডিম্বলবি বলেছেন, আন্তর্জাতিক সাংবাদিকদের অবশ্যই গাজায় প্রবেশ করতে দেয়া উচিত।

২০২৩ সালে গাাজায় ইসরাইলি যুদ্ধের পর থেকে সেখানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয়া হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ কে ) জানিয়েছে, গাজায় নিরাপদে রিপোর্ট করতে দেয়ার জন্য তারা সাংবাদিকদের সঙ্গে থাকে। বিবিসি এ বিষয়ে আইডিএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কোনো মন্তব্য করেনি। গত বছর ইসরাইলের হাইকোর্ট অব জাস্টিস রায় দেয় যে, নিরাপত্তার কারণে গাজায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ন্যায্য।

বিবিসি নিউজের সিইও দেবোরাহ টার্নেস বলেন, গাাজায় অবশ্যই সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া উচিত। তাদেরকে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কাজ করতে দেয়া উচিত যাতে আমরা সকলে বিশ্ববাসীর সামনে তথ্য তুলে ধরতে পারে। বুধবার নিউইয়র্কে কমিটি টু জার্নালিস্ট আয়োজিত অনুষ্ঠানে ছবিটির প্রিমিয়ার হবে। এতে সাংবাদিকদের ধারণ করা ঐতিহাসিক ফুটেজ আছে। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দৃশ্য আছে। এছাড়া ভিয়েতনাম যুদ্ধ, ইথিওপিয়ার দুর্ভিক্ষ, চীনের তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভ, রুয়ান্ডার গণহত্যার দৃশ্য আছে। ডিম্বলবি বলেছেন, ইউক্রেনে জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৯   ১৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে হতাহত: যা যা জানা গেল
পারমাণবিক কূটনীতি ভেস্তে যাওয়ায় ইরানের ওপর ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা
বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সালকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি
গাজায় বিদেশি সাংবাদিক প্রবেশের অনুমতির জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে চলচ্চিত্র প্রকাশ
জাতিসংঘে ভাঙা রেকর্ডটাই বাজালেন নেতানিয়াহু বিশ্ব নেতাদের ওয়াক আউট
পশ্চিম তীরে জাতিসংঘ কর্তৃক অবৈধ ঘোষিত দেড়শতাধিক কোম্পানির বাণিজ্য
উত্তপ্ত লাদাখ, গ্রেপ্তার আন্দোলনের নেপথ্য নায়ক সোনম ওয়াংচুক
গাজায় হামলা তীব্রতর আরব-মুসলিম নেতাদের সঙ্গে আজ বৈঠক ট্রাম্পের
ইসরাইলের হামলায় গাজায় দুই হাসপাতাল বন্ধ
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ঘোষণা মালি, বুরকিনা ফাসো ও নাইজারের

Law News24.com News Archive

আর্কাইভ