
স্কটিশ পার্লামেন্টের সদস্য (এমএসপি) বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল চৌধুরীকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে লেবার পার্টি। তিনি ২০২১ সাল থেকে লোথিয়ানের এমএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি আপাতত নিরপেক্ষ এমএসপি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। লেবার পার্টির এক মুখপাত্র বলেন, আমরা সব অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করি। আমাদের নিয়ম ও প্রক্রিয়ার আলোকে সেগুলো সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। অভিযোগের পর প্রশাসনিকভাবে তার পদ স্থগিত করা হয়েছে। গত মাসেই স্কটিশ লেবার এমএসপি কলিন স্মিথকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে অশ্লীল ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়। এরপরই তার বিরুদ্ধে স্কটিশ পার্লামেন্ট ভবনের ভেতর টয়লেটে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ ওঠে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তবে ফয়সাল চৌধুরী ও কলিন স্মিথের বহিষ্কারাদেশের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। ফয়সাল চৌধুরীর স্থগিতাদেশের পর স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) এমপি কির্স্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সাওয়ারকে আহ্বান জানান, আরেকজন লেবার এমএসপিকে কেন সাময়িক বহিষ্কার করতে হলো তা স্পষ্টভাবে জানাতে হবে। জনগণ পূর্ণ স্বচ্ছতার দাবিদার। তিনি আরও বলেন, দলীয় সম্মেলনের প্রাক্কালে আরেকটি কেলেঙ্কারি প্রমাণ করছে লেবার পার্টি সংকটে আছে। স্কটিশ কনজারভেটিভসের ডেপুটি লিডার র্যাচেল হ্যামিলটন বলেন, কনফারেন্সের আগের দিন লেবারের এই অস্থিরতা তাদের সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, স্যার কিয়ের স্টারমারের ওপর মানুষের আস্থা ভেঙে গেছে। এক বছরের ভেতর বহু প্রতিশ্রুতি ভঙ্গ, ইউ-টার্ন, ডিজিটাল আইডি প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা, আনাস সাওয়ারের অদ্ভুত মন্তব্য- এসবের মধ্যেই আরেক এমএসপি স্থগিত হলেন। ফয়সাল চৌধুরী বর্তমানে এডিনবার্গ ও লোথিয়ানস রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিলের চেয়ার। তিনি বার্ষিক বহুসাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমানে ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪২ ১৯ বার পঠিত