দেশের ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি থাকলে জানানোর আহ্বান

প্রথম পাতা » জাতীয় » দেশের ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি থাকলে জানানোর আহ্বান
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



দেশের ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি থাকলে জানানোর আহ্বান

দেশীয় ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি থাকলে ২০ অক্টোবরের মধ্যে তা জানাতে আহ্বান জানিয়েছে কমিশন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

এতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাইবাছাই অন্তে নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনও দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

কারও বিরুদ্ধে কোনও দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ (ছয়) সেট আপত্তি দাখিল করতে হবে।

আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে এবার ৩১৮টি প্রতিষ্ঠান ইসির কাছে আবেদন করেছিল। এরমধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইসি।

গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৮   ১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দেশের ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি থাকলে জানানোর আহ্বান
শেখ হাসিনার ‘গ্যাং অব ফোরে’ ছিলেন যারা
তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা ‘ওপেন নির্দেশনা দিয়েছি, যেখানে পাবে সেখানে গুলি করবে’
‘জীবনে আর ইন্টারনেট সংযোগ দেব না’
যেভাবে জুলাই গণহত্যার ষড়যন্ত্রের ছক একেছিলেন হাসিনা-ইনু
বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা: প্রধান বিচারপতি
পুলিশের ৩৯ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি
আন্দোলনে গুলি চালানোর নির্দেশে হাসিনা ও তাপসের কণ্ঠ শোনা যায়
ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে
শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Law News24.com News Archive

আর্কাইভ