
তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর সভাপতি থালাপতি বিজয় শনিবার দুপুরের দিকে কারুর এলাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি প্রায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছেন। বিজয় পৌঁছানোর আগেই প্রায় ৩০,০০০ মানুষের ভিড় জমে যায়। অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে অনেকেই অচেতন হয়ে পড়তে শুরু করেন। বিষয়টি দেখে অভিনেতা-রাজনীতিক বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং প্রচারণার জন্য তৈরি বিশেষ বাস থেকে পানির বোতল ছুঁড়ে দিতে থাকেন। কর্মকর্তাদের বরাতে জানানো হয়, বিজয়ের বাসের কাছে যাওয়ার চেষ্টা করার সময় ভিড়ের একটি অংশ পড়ে গেলে পদদলিত হয়। অ্যাম্বুলেন্সগুলোও অতিরিক্ত ভিড়ের কারণে ভেতরে ঢুকতে এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৪ ৬৩ বার পঠিত