ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে

প্রথম পাতা » জাতীয় » ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত জোরালো হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের মধ্যে তার সরকারে মন্ত্রী-এমপি, বিচারপতি ও সরকারি কর্মকর্তা রয়েছে। এসব আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ তদন্ত হচ্ছে।

তদন্ত সংস্থা জানায়, জুলাই আন্দোলনের ঘটনায় পাঁচটি মামলার বিচার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তদন্ত সংস্থায় জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতার ফলে অন্যান্য মামলার প্রতিবেদন দিতে সময় লাগছে। সাবেক সরকারের এসব ভিআইপি রাজনীতিবিদদের বিরুদ্ধে পৃথক (ব্যক্তিগত দায়) তদন্ত চলছে।

জানা যায়, পরে শেখ হাসিনাসহ তিনজনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলেও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে পৃথক তদন্ত এখনো শেষ হয়নি। গত ২০ এপ্রিল এ মামলার ৪৫ আসামির মধ্যে গ্রেফতার ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল ২০ জুলাই দিন ধার্য করেন। সর্বশেষ গত ২০ জুলাই আবারও সময় চাইলে আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

মামলায় ৪৫ আসামির মধ্যে ১৭ জন গ্রেফতার আছেন। এর মধ্যে ওইদিন ১৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা ১৬ আসামি হলেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

তদন্ত সংস্থার একজন কর্মকর্তা শনিবার গণমাধ্যমকে বলেন, ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামিকে এক মামলায় রাখা হয়নি। ন্যায়বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে পৃথক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পৃথকভাবে তদন্তও হচ্ছে। যেমন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এককভাবে পৃথক অভিযোগে মামলা তদন্ত হচ্ছে। অন্যদের ক্ষেত্রেও একইভাবে তদন্ত হচ্ছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৪৫ আসামির বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান রয়েছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের বিষয়ে শিগগিরই ভালো কিছু দেখবেন আশা করছি।

বাংলাদেশ সময়: ১৯:৩১:০১   ৪৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা
গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি
যে কারণে স্টেট ডিফেন্স পাননি শেখ হাসিনা
রাষ্ট্রদ্রোহের মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ঘোষণা
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং মেডিকেল বোর্ড সুপারিশ করলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত
হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান
ই-পারিবারিক আদালতের যাত্রা শুরু
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ