‘জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও শক্তিশালী’

প্রথম পাতা » রাজধানী » ‘জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও শক্তিশালী’
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



‘জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও শক্তিশালী’

ঢাকার আইনজীবী সমিতির ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এ হল উদ্বোধন করা হয়। এসময় আইনজীবীরা তাকে স্মরণ করে বলেন, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে সানাউল্লাহ’র সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

খোরশেদ আলম বলেন, সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। তিনি আমাদের নিয়ে এতোই ব্যস্ত থাকতেন যে পরিবারকে সময় দিতে পারতেন না। আজ সানাউল্লাহ মিয়ার অভাব অনুভব করি। তিনি না থাকায় আমরা অনেক বিশৃঙ্খল অবস্থায় আছি। থাকলে, আমরা ঐক্য হতাম।

আইনজীবী বোরহান উদ্দিন বলেন, আইনজীবীদের মধ্যে একজনের নাম যদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি সানাউল্লাহ মিয়া। তিনি বিএনপিকে ভালবাসতেন, জাতীয়তাবাদী নীতি আদর্শ ধারণ করেছেন। আমার জীবদ্দশায় দুটি ভালো লাগার জিনিস দেখে গেলাম, হাসিনা বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার নামে স্বীকৃতি। যতদিন এ সমিতি থাকবে, ততদিন মানুষ তার নামটি স্মরণ করে দোয়া করবে।

আইনজীবী খোরশেদ মিয়া আলম বলেন, তিনি সারাক্ষণ দলের জন্য নিবেদিত ছিলেন। এই পার্টি অফিস, কিছুক্ষণ পর গুলশান কিছুক্ষণ পর ঢাকা বারে তাকে দেখা যেতো। রাতে ২টা পর্যন্ত সময় দিয়েছেন। আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে।

আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, তিনি আমার একজন অভিভাবক ছিলেন। আমাদের সর্বদা খোঁজখবর রাখতেন। আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি। তিনি একজন দেশপ্রেমিক ও আইনজীবী প্রেমিক মানুষ ছিলেন। আপনারা তার কোনও আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৭   ২৬ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


‘জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও শক্তিশালী’
নাট্যকার সেলিম আল দীনের পদক-পাণ্ডুলিপি ফেরত দিতে ৪ জনকে আইনি নোটিশ
মাইলস্টোন ট্র্যাজেডি নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ ৮ দাবি
‘ভালো থাকুক বাংলাদেশ’ - আদালতে ব্যারিস্টার সুমন
জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা
আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক কারাগারে
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ