ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এ মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৮   ১৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বেনজীরের অর্থ পাচারের মামলায় রিমান্ডে এনায়েত করিম
এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ
ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে
ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ
শেয়ারবাজার কারসাজি মামলা, সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ নভেম্বর
গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড
সাবেক সচিব আবু আলম শহীদ খানের জামিন নামঞ্জুর
মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-আব্বাস-গয়েশ্বরদের অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ