
সাঁজোয়া ট্রেনে করে মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার ভিক্টরি ডে প্যারেডে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্য বিশ্বনেতাদের সঙ্গে দেখা যাবে তাকে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, সোমবার পিয়ংইয়ং ত্যাগ করেন কিম। এর মাধ্যমে ১৯৫৯ সালের পর থেকে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোনো নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করলেন। সেখানে মিয়ানমার, ইরান ও কিউবার মতো আরও ২৬ বিশ্বনেতাও উপস্থিত থাকবেন। ২৬ দেশের প্রধানদের মধ্যে কিম অন্যতম। উল্লেখ্য, কিম খুব কমই বিদেশ সফর করেন। তিনি সর্বশেষ ২০১৯ সালে বেইজিং সফর করেন। ওই সময়ও তাকে ট্রেনে করে সফর করতে দেখা যায়। ট্রেন সফরের এই ঐতিহ্য প্রথম চালু করেন কিমের দাদা কিম ইল সুং।
তিনি নিজস্ব ট্রেনে করে ভিয়েতনাম ও পূর্ব ইউরোপ সফর করেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ওই ট্রেনে ৯০ টি কামরা রয়েছে। এর মধ্যে সম্মেলন কক্ষ, শয়ন কক্ষও রয়েছে। এদিকে কুচকাওয়াজের দিন চীনের ঐতিহাসিক তিয়েনমেন স্কয়ারের মধ্য দিয়ে কয়েক হাজার সেনা একত্রে মিছিল করবে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আত্মসমর্পণ ও বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বছর উদযাপন করবে চীন। ৭০ মিনিটের ওই কুচকাওয়াজে চীনের আধুনিক অস্ত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে কয়েকশ বিমান, ট্যাঙ্ক ও ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা থাকবে। তবে বেশিরভাগ পশ্চিমা নেতারা ওই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে না বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে তারা সেখানে উপস্থিত হবেন না। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার ও ভিয়েতনামের নেতাদেরকে সেখানে দেখা যাবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫০ ১৬ বার পঠিত