
ইসরাইলি সামরিক আইনজীবীরা নিজেদের সরকারকে সতর্ক করেছিলেন যে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান যুদ্ধাপরাধের অভিযোগকে সমর্থন করতে পারে এমন প্রমাণ বহন করছে। যুক্তরাষ্ট্র গত বছর এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। পাঁচজন মার্কিন সাবেক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এটি পূর্বে অপ্রকাশিত একটি গোয়েন্দা মূল্যায়ন।
সাবেক কর্মকর্তাদের মতে যুদ্ধ চলাকালে মার্কিন নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো সবচেয়ে বিস্ময়কর তথ্যগুলোর একটি ছিল এটা। এটি ইঙ্গিত করে যে ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরেই তাদের কৌশলগত বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। যা ইসরাইলের প্রকাশ্য অবস্থানের সম্পূর্ণ বিপরীত। দু’জন সাবেক মার্কিন কর্মকর্তা জানান, এ তথ্যগুলো যুক্তরাষ্ট্রের সরকারি পরিসরে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হয়নি ২০২৪ সালের শেষের আগে।
বাইডেন প্রশাসনের মেয়াদ শেষের দিকে, ডিসেম্বরের কংগ্রেস ব্রিফিংয়ের আগে এগুলো সীমিতভাবে শেয়ার করা হয়। এ গোয়েন্দা তথ্য ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়ে তোলে। বিশেষ করে ইসরাইলের সেই অভিযান নিয়ে, যেটিকে তারা হামাস যোদ্ধাদের ধ্বংস করার জন্য অপরিহার্য বলে দাবি করেছিল। কিন্তু ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যা এবং মানবিক কর্মীদের ওপর হামলার অভিযোগ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, যা ইসরাইল জোরালোভাবে অস্বীকার করে আসছে। সাবেক মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র সরকার উদ্বিগ্ন হয়ে পড়ে যে ইসরাইলের কর্মকাণ্ড হয়তো আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করছে।
বাংলাদেশ সময়: ২৩:৩২:২৭ ৪ বার পঠিত