
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মোট ৩৭ জন সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তবে সম্পূর্ণ তালিকাটি প্রকাশ করা হয়নি।
তুরস্ক এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তারা গাজায় যে কর্মকাণ্ড চালিয়েছে তা ‘গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’, যা ইসরাইল ‘পদ্ধতিগতভাবে পরিচালনা করেছে’। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’, যা গাজা উপত্যকায় অবস্থিত, তা গত মার্চে ইসরাইলি বোমা হামলায় ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, তুরস্ক গত বছর দক্ষিণ আফ্রিকার সঙ্গে একত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলায় যোগ দেয়। ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনি ভূখণ্ডে ১০ অক্টোবর থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এই যুদ্ধবিরতি।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৭ ২ বার পঠিত