
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টেই প্রাণ হারিয়েছেন ১৮৫ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরাইলের ক্রমাগত হামলার ফলে উপত্যকাটির খাদ্য সংকট ক্রমান্বয়ে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এতে অনাহারে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় তিন শিশুসহ আরও ১৩ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।এতে বলা হয়, মঙ্গলবার জারিকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন কর্তৃক গাজার কিছু অংশে পূর্ণ মাত্রার দুর্ভিক্ষের ঘোষণার পর ১৫ শিশুসহ ৮৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা প্রায় ৪৩ হাজার। আর অপুষ্টিতে ভুগছে এমন প্রসূতি নারীর সংখ্যা প্রায় ৫৫ হাজার। এসব প্রসূতি নারীরর অর্ধেকের বেশিই রক্তস্বল্পতায় ভুগছেন। যা চলতি বছরে সর্বোচ্চ। এতে মা ও নবজাতক- উভয়য়েরই জন্যই ঝুঁকি তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, অপুষ্টি এবং অনাহারে মৃতের সংখ্যা দঁড়িয়েছে ৩৬১ জনে। যার মধ্যে ১৩০ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু পর থেকে ৬৩ হাজার ৬৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আগস্টে জাতিসংঘের ওই সংস্থাটি জানিয়েছে, ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে গাজা উপত্যকার প্রায় পাঁচ লাখ ১৪ হাজার মানুষ। সেপ্টেম্বরের শেষে যা ছয় লাখ ছাড়িয়ে যাবে সতর্ক করেছে ওই সংস্থা।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৫ ১৫ বার পঠিত