কিশোরগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহারে খুশি সংবাদপত্র হকারেরা

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহারে খুশি সংবাদপত্র হকারেরা
বুধবার, ৪ জুন ২০২৫



---

ওয়াজেদ নবী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সংবাদপত্র হকারদের ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। বুধবার দুপুরে জেলার ২৮ জন হকারের হাতে তাদের পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে উন্নতমানের শাড়ি তুলে দেওয়া হয়। ঈদ উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় এতে সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। ঈদের আগে পরিবারের জন্য শাড়ি উপহার পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা আয়োজকদের কৃতজ্ঞতা জানান। ঈদ উপহার অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এবার পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এবার জেলার ২৮ জন সংবাদপত্র হকারদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করেছে। এর আগেও সংগঠনটি সংবাদপত্র হকারদের পাশে ছিল। আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গত ২৮শে অক্টোবর ‘কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব’ যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪০   ১৩৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলায় মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার
কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি
হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর
দুবাইয়ে ১২শ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা
দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!

Law News24.com News Archive

আর্কাইভ