আপীল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৫৯ আইনজীবী

প্রথম পাতা » শিরোনাম » আপীল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৫৯ আইনজীবী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



 ---

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগে মামলা পরিচালনার তালিকাভুক্ত হয়েছেন ২৫৯ জন আইনজীবী। আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে হাইকোর্টের এসব আইনজীবীকে আপীল বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপীল বিভাগের আইনজীবী হতে ৩০১ জনের করা আবেদন স্থগিত রাখা রয়েছে।

প্রথা অনুযায়ী প্রতি বছরই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কিছু আইনজীবীকে আপিল বিভাগে ওকালতি করতে তালিকাভুক্ত করা হয়। তালিকা করার ক্ষেত্রে হাইকোর্টের সব বিচারপতির কাছে এই আইনজীবীদের মামলার তালিকা, কাজের পারফরম্যান্স, আচার-ব্যবহার, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞানের গভীরতাসহ সবকিছু বিবেচনা করে বিচাপতিরা এই আইনজীবীদের আপিল বিভাগে ওকালতি করতে অনুমতি বা সুপারিশ করেন।

বেশিরভাগ বিচারপতি আইনজীবীর পক্ষে লিখলে তাকে আপিল বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে অনুমতি দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর হাইকোর্টের এই আইনজীবীদের ফাইলগুলো চলে যায় আপিল বিভাগের বিচারপতিদের কাছে। আপিল বিভাগের বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিদের মতামত দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কাকে আপিল বিভাগে ওকালতি করতে অনুমতি দেওয়া যাবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আপিল বিভাগের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয় প্রধান বিচারপতির পক্ষ থেকে। এই প্রক্রিয়াগুলো করা হয় সুপ্রিম কোর্ট রুলস ১৯৮৮ পরবর্তী সময়ে ২০০৮ সালের (সংশোধিত) আদেশ ৪-এর বিধি ২২ অনুযায়ী।

আপীল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে দেখতে এখানে ক্লিক করুন ।

বাংলাদেশ সময়: ১০:৩০:১৮   ৩৩৪ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়
ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

Law News24.com News Archive

আর্কাইভ