ইডি-ই এ বার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে! ‘ভয়’ পুলিশকে, সবটা শুনে তার পর সিদ্ধান্ত নেবে আদালত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইডি-ই এ বার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে! ‘ভয়’ পুলিশকে, সবটা শুনে তার পর সিদ্ধান্ত নেবে আদালত
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



 

ইডি-ই এ বার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে! ‘ভয়’ পুলিশকে, সবটা শুনে তার পর সিদ্ধান্ত নেবে আদালত

তাদের ভয়েই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিযুক্তরা। কিন্তু এ বার খোদ ইডি-ই রক্ষাকবচের প্রার্থী। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের কাছে ওই রক্ষাকবচের আর্জি জানিয়েছে। ইডির আবেদন, তাঁদের কর্তাদের বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়। তবে কি এ বার ‘ভয়’ পেল ইডি-ই?

বৃহস্পতিবারই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুনানি হতে পারে এই মামলাটির। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই রক্ষাকবচের আবেদন শেষ পর্যন্ত হাই কোর্ট গ্রহণ করবে কি না তা এখনও স্পষ্ট করেননি বিচারপতি। বরং আবেদনকারী কেন্দ্রীয় সংস্থাকে তিনি পাল্টা প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ‘‘আপনারা কি সত্যিই মনে করেন এই আদালত ওই রক্ষাকবচ দিতে পারে?’’

আর্থিক দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালেই হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘‘বাংলায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হয়রানির শিকার হচ্ছেন তাঁদের কর্তারা।’’ এমনকি, বার বার ইডির অফিসার দের চিঠি পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আদালতকে তিনি জানান, এই সব কিছুর মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বলে পরিচিত লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দফতরে ইডির তল্লাশির ঘটনাটি।

বিচারপতিকে ইডি বলে, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডির অফিসারদের হয়রানি করে চলেছে কলকাতা পুলিশ। বার বার চিঠি পাঠাচ্ছে তারা। তাই ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

ইডির এই আবেদন শোনার পর মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি সিংহ। বৃহস্পতিবার কিছু ক্ষণ পরেই মামলাটির শুনানি হতে পারে। বিচারপতি অবশ্য জানিয়েছেন, কোর্ট এই আবেদনটি গ্রহণ করবে কিনা শুনানিতে স্পষ্ট হবে। বিচারপতি বলেন, ‘‘আপাতত মামলা ফাইল করুন। পরে আদালত সিদ্ধান্ত নেবে।’’

তথ্য সূত্রে: আনন্দবাজার অনলাইন !

বাংলাদেশ সময়: ১২:৪৭:১৮   ২৫২ বার পঠিত   #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতি, বৈশ্বিক প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
সাঁজোয়া ট্রেনে চীনে পৌঁছালেন কিম জং উন
ইসরাইল সৃষ্ট অনাহারে আগস্টে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
সমকামিতা নিষিদ্ধ করলো বুরকিনা ফাসো, অপরাধ প্রমাণিত হলে জেল, জরিমানা
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবাদ, মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত
অস্ত্র প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করলো বৃটেন

Law News24.com News Archive

আর্কাইভ