
ভ্যাটিকানের অবস্থানকে পুনর্ব্যক্ত করে পোপ লিও রোববার বলেছেন, ইসরাইল এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশকের পুরনো সংঘাতের একমাত্র সমাধানে অবশ্যই একটি ফিলিস্তিন রাষ্ট্র অন্তর্ভুক্ত থাকতে হবে। তুরস্ক থেকে লেবাননগামী ফ্লাইটে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যাটিকানের এই অবস্থান তুলে ধরেন মার্কিন বংশোদ্ভূত প্রথম পোপ লিও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে ইতালীয় ভাষায় কথা বলেন পোপ লিও। তার ভাষায়, আমরা সবাই জানি যে এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান মানতে রাজি নয়, কিন্তু আমরা এটিকে একমাত্র সমাধান বলে মনে করি। তিনি যোগ করেন, ভ্যাটিকান ইসরাইলেরও বন্ধু এবং উভয় পক্ষের মধ্যে এমন একটি মধ্যস্থতাকারী কণ্ঠস্বর হতে চায় যা সকলের জন্য ন্যায়বিচারের মাধ্যমে সমাধানে পৌঁছাতে সাহায্য করতে পারে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। যদিও ইসরাইলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে।
তুরস্ক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তিনি ইসরাইল-ফিলিস্তিন এবং ইউক্রেন-রাশিয়া উভয় সংঘাত নিয়ে আলোচনা করেছেন। পোপ লিও তুরস্কের প্রশংসা করে দেশটিকে ধর্মীয় সহাবস্থানের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। যেখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। পোপ বলেন, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে সক্ষম। আমি মনে করি, সারা বিশ্বে আমরা সবাই যা চাইছি, এটি তার একটি উদাহরণ।
উল্লেখ্য, সাধারণত সতর্ক কূটনৈতিক ভাষা ব্যবহার করলেও পোপ লিও এই বছরের শুরুতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন।
বাংলাদেশ সময়: ০:০২:২২ ২৭ বার পঠিত