সম্ভাব্য মার্কিন হামলার মুখে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সম্ভাব্য মার্কিন হামলার মুখে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



সম্ভাব্য মার্কিন হামলার মুখে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী

সম্ভাব্য মার্কিন হামলার মুখে গেরিলা ধাঁচের প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। দেশটি পুরনো রুশ অস্ত্র-সরঞ্জাম মোতায়েন করছে। পাশাপাশি আকাশ ও স্থল হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণের চিন্তা করছে। বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলায় স্থল অভিযান চালাতে পারে তার দেশ। যদিও পরে তিনি এই কথা অস্বীকার করেন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছেন। এর পরিপ্রেক্ষিতে বিদেশী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ ও সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তুলবে বলে ঘোষণা দেন তিনি।

সূত্রগুলোর দাবি, বর্তমানে প্রশিক্ষণের অভাব, স্বল্প বেতন এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে দুর্বল হয়ে পড়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। অনেক ইউনিটকে স্থানীয় খাদ্য উৎপাদকদের সঙ্গে চুক্তি করে সৈন্যদের খাবারের ব্যবস্থা করতে হয়।

সূত্রের দাবি, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় দুটি বিকল্প কৌশল রয়েছে মাদুরো সরকারের। প্রথমটি হলো দীর্ঘমেয়াদি প্রতিরোধ। যা মূলত গেরিলা যুদ্ধকৌশল। দেশজুড়ে ২৮০টির বেশি ছোট ছোট ইউনিট মোতায়েন করা হবে। যাদেরকে দিয়ে হামলা ও ধ্বংসাত্মক অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় কৌশলটি হলো অরাজকতা সৃষ্টি করা। যেখানে গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের মাধ্যমে রাজধানী কারাকাসসহ বড় শহরগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে বিদেশি বাহিনীর জন্য অচল করে তোলা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার একজন সাধারণ সৈন্যের মাসিক আয় প্রায় মাত্র ১০০ মার্কিন ডলার। যা নূন্যতম খাদ্য চাহিদা পূরণে ব্যয়ের অর্ধেকও নয়। ফলে হামলা হলে সেনাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা রয়েছে। মাদুরো দাবি করেছেন, দেশের ৮০ লাখ বেসামরিক নাগরিক মিলিশিয়া প্রশিক্ষণ নিচ্ছেন। তবে প্রতিরক্ষা সূত্রের ধারণা, প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিতে পারে মাত্র ৫ থেকে ৭ হাজার লোক।

ভেনেজুয়েলার অস্ত্রভাণ্ডারের বড় অংশই সোভিয়েত যুগের পুরনো রুশ অস্ত্র। ২০০০ সালের দিকে কেনা ২০টি সুখোই যুদ্ধবিমান এখন অচলপ্রায়। একইভাবে হেলিকপ্টার, ট্যাংক ও আইগলা ক্ষেপণাস্ত্র সিস্টেমও পুরনো। তবু মাদুরো দাবি করেছেন, দেশের ৫০০০ আইগলা ক্ষেপণাস্ত্র এখন সর্বত্র মোতায়েন রয়েছে। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার অনুরোধে সহায়তা দিতে তারা প্রস্তুত। তবে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষক আন্দ্রেই সারবিন পন্টের মতে, মাদুরোর এই প্রস্তুতির উদ্দেশ্য আসল সামরিক শক্তি প্রদর্শন নয় বরং বার্তা দেওয়া যে, যুক্তরাষ্ট্র হামলা করলে দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়বে। তার ভাষায়, এটি মূলত এক ধরনের প্রতিরোধ কৌশল। যেখানে ভয় দেখানোই অস্ত্র।

বাংলাদেশ সময়: ০:০৬:৩৪   ৬০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


আল জাজিরার বিশ্লেষণ ৫০ বছরে ‘ওয়ার অন ড্রাগস’ থেকে কী পেলো যুক্তরাষ্ট্র?
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতার জন্য চীনের ভূমিকা চায় ফ্রান্স
গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা ‘নীতিগত ভুল’: জাতিসংঘ মহাসচিব

Law News24.com News Archive

আর্কাইভ