চুয়াডাঙ্গায় ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে জখম: হামলাকারী আটক, অবস্থা আশঙ্কাজনক

প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গায় ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে জখম: হামলাকারী আটক, অবস্থা আশঙ্কাজনক
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



 

---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে তারই পরিচিত সেলিম নামের এক ব্যক্তি। ঘটনার পরপরই এলাকাবাসী সেলিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে রফিকুল ইসলামের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডা. এহসানুল হক তন্ময়, জুনিয়র সার্জারি কনসালট্যান্ট, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, জানিয়েছেন, “রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার বাম চোখে গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও মাথা ও ডান হাতেও ধারালো অস্ত্রের আঘাতের জখম হয়েছে।” উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) রেফার্ড করা হয়েছে। আহত রফিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের নতুনপাড়ার মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি পেশায় ইট-বালি ও মাটি ব্যবসায়ী। আহত রফিকুল ইসলাম জানান, সেলিম সম্পর্কে তার ভাইরা ভাই হন। ঘটনার রাতে সেলিম এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসে রফিকুলের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। রফিকুল বলেন, “রাত ১টা নাগাদ সে আমাকে বলে, মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরেই সে আমার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। কেন এমন করল, আমি জানি না।” রফিকুলের বড় ভাই, মফিজুর রহমান, বলেন, “হঠাৎ ভাইয়ের চিৎকার শুনে আমরা ঘর থেকে ছুটে আসি। দেখি ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেলিমকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, আমরা কেউ জানি না।”

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৮   ২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চুয়াডাঙ্গায় ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে জখম: হামলাকারী আটক, অবস্থা আশঙ্কাজনক
চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল
চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা ভারতে বসে তিন দিন আগে খুনের হুমকি দেয় সাজ্জাদ
রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌।

Law News24.com News Archive

আর্কাইভ