চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ

প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



চট্টগ্রামে গণসংযোগে গুলি: একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় এমপি প্রার্থীসহ আরও ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর বায়েজিদ থানাধীন চাইল্লাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগে সময় এই ঘটনা ঘটে। কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সরোয়ার বাবলা বায়েজিদ থানার অক্সিজেন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২০টি মামলা আছে। গত ৫ই আগস্টের পর থেকে বাবলা নিজেকে যুবদল কর্মী বলে পরিচয় দেন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। বুধবারের এ ঘটনার সময় তিনি বিএনপির মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহ’র সঙ্গে প্রচারণায় ছিলেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে বায়েজিদের চাইল্যায়তলী এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় একদল দুর্বৃত্ত এসে অতর্কিত গুলি করতে থাকেন। এতে ঘটনাস্থলেই সরোয়ার বাবলা মারা যান। একই ঘটনায় এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

ছাত্রদল নেতা মোহাম্মদ শাহীন বলেন, মূলত সারওয়ার বাবলাকে টার্গেট করেই হামলা হয়েছে। এসময় পাশে থাকা বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে সারওয়ার বাবলাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সাগির হোসেন গণমাধ্যমকে বলেন, এরশাদ উল্লাহ ভাই চালিয়াতলী এলাকায় বিকালে গণসংযোগ করতে গিয়েছিলেন। এরমধ্যে তিনি আছরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই একদল দুর্বৃত্ত এসে গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। এ ঘটনায় এরশাদ ভাইসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।নিহত বাবলা যুবদলের রাজনীতি করতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মিডিয়ায় বলা হচ্ছে, বাবলা বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি সত্য নয়। বায়েজিদ থানায় বাবলা নামের কোন নেতা নেই।

বাংলাদেশ সময়: ০:০৬:০৪   ২০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌।
রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার
খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ১; তিনজনকে রেফার্ড।
আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

Law News24.com News Archive

আর্কাইভ