যুক্তরাষ্ট্রে হত্যার হুমকির পর বিচারকের ১.৫ মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে হত্যার হুমকির পর বিচারকের ১.৫ মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



যুক্তরাষ্ট্রে হত্যার হুমকির পর বিচারকের ১.৫ মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই

ট্রাম্প প্রশাসনের ‘ভোটারদের তথ্য’ চেয়ে করা এক আবেদন আটকে দেওয়ার সিদ্ধান্তের কারণে হত্যার হুমকি পাওয়া একজন বিচারকের ১.৫ মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার দক্ষিণ ক্যারোলিনার বিচারক ডায়ানা গুডস্টেইন এবং তার স্বামী প্রাক্তন ডেমোক্র্যাট সিনেটর আর্নল্ড গুডস্টেইনের বাড়িতে আকস্মিক এই আগুনে তিন জন আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সমুদ্র সৈকতের পাশে অবস্থিত মনোরম প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা তিনতলা বাড়িতে বিশাল আগুনের কুণ্ডলী উড়ছে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল, পুড়ে সবকিছু ছাই হয়ে যায়।

সম্প্রতি এক রায়ে ডায়ানা গুডস্টেইন যুক্তি দিয়েছিলেন, ভোটারদের তথ্য চেয়ে ট্রাম্প প্রশাসনের অনুরোধ পূরণ করা গোপনীয়তার লঙ্ঘন হবে।

নির্বাচন কমিশন গত সপ্তাহে বলেছে, তারা কেন্দ্র সরকারের কাছে তথ্য প্রকাশ করবে কি না, সে বিষয়ে একটি জনমত ভোট অনুষ্ঠিত করবে।

বিচারকের সহকর্মী এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদন বলছে, ডায়ানা তার রায়ের পর ‘একাধিক মৃত্যুর হুমকি’ পেয়েছিলেন।

ডায়ানা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার সময় তিনি তার কুকুরদের সমুদ্র সৈকতে হাঁটাচ্ছিলেন। কিন্তু তার স্বামী, সন্তান এবং নাতি-নাতনিরা ভেতরেই ছিলেন।

ঘটনার পর দক্ষিণ ক্যারোলিনার প্রধান বিচারপতি জন কিট্রেডজ বলেছেন, পরিবারের লোকজন জানালা বা বারান্দা থেকে লাফিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আমাকে বলা হয়েছে, পড়ে যাওয়ার ফলে কিছু আঘাত লেগেছে, যেমন পা ভেঙে গেছে।

তিনি আরও বলেন, আহত হওয়ার পর ডায়ানার স্বামীকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি গুরুতর আহত হতে পারেন।

ফিটসনিউজের এক প্রতিবেদন বলছে, ৮১ বছর বয়সী দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন আইনপ্রণেতার কোমর, পা এবং পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। ঘটনার পর পরিবারের আরও দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বিচারপতি জন কিট্রেডজ বলেন, আগুনটি স্পষ্টতই বিস্ফোরণের কারণে লেগেছে। অগ্নিসংযোগ তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুনটি দুর্ঘটনাজনিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৮   ৩৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ