
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫অক্টেবর) রাজবাড়ী পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ৪র্থ পর্যায়ে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
এই প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী সদস্য অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ আবু রাসেলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৬:১৩:১২ ৮৬ বার পঠিত