
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের ফেরত পাঠানো একটি বিরাট ভুল হবে। এর পরিবর্তে তাদেরকে কয়েকমাস জেল দেয়া উচিত। এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছে ইসরাইলের উগ্র ডানপন্থি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। এখানেই শেষ নয় সে অধিকারকর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। এর কড়া জবাব দিয়েছে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস। তারা টেলিগ্রামে এক বিবৃতিতে বেন গভিরের এমন মন্তব্য, হুমকি ও মানবাধিকারবিষয়ক কর্মীদের হেয় করে বক্তব্য দেয়াকে ইসরাইলি নেতাদের ক্ষয়ে যাওয়া নৈতিকতা ও রাজনীতি বলে উল্লেখ করেছে। একই সঙ্গে বলেছে, এর মধ্য দিয়ে তাদের ঔদ্ধত্যের প্রকাশ পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বেন গভির ৩রা সেপ্টেম্বর এক্সে অধিকারকর্মীদের উদ্দেশ্য করে দেয়া পোস্টে লিখেছে, আমি মনে করি তাদেরকে এখানে ইসরাইলের জেলখানায় কয়েক মাস আটকে রাখা উচিত, যাতে তারা সন্ত্রাসীদের শাখার গন্ধের সঙ্গে পরিচিত হয়ে যায়। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব অধিকারকর্মীদের বার বার ফেরত আসার পথে উৎসাহিত করছেন। এর আগে এক ভিডিওতে সে ফ্লোটিলার আরোহীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। এসময় ইসরাইলের আশদোদ বন্দরে কোনো একটি স্থাপনার মেঝেতে বসা ছিলেন। সেখানে উপস্থিত হয়ে বেন গভির অভিবাসীদের সঙ্গে অসদাচরণ করে। তাদেরকে সন্ত্রাসী বলে হেয় করে। তার জবাবে হামাস বলেছে, বেন গভির এই যে সম্ভাষণ করেছে তাতে বৈশ্বিক ও আন্তর্জাতিক নিন্দা বর্ষণ হচ্ছে তার ওপর। নিন্দা জানানো হয়েছে আমাদের প্রতিরোধক্ষমতাহীন জনগণের বিরুদ্ধে তার ফ্যাসিস্ট সেনাদের আচরণের। একই সঙ্গে অধিকারকর্মীদের সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার চাপ বৃদ্ধি পেয়েছে। অধিকারকর্মীরা যে বীরোচিত সাহস প্রদর্শন করেছে তাকে গর্বের এবং অনুকরণীয় বলে উল্লেখ করেছে হামাস।
বাংলাদেশ সময়: ১০:৫০:৩৬ ৪২ বার পঠিত