ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা

এইচ-ওয়ান-বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন, কর্মচারী ও ধর্মীয় দলের একটি গ্রুপ ওই মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, শুক্রবার সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে ট্রাম্পের ফি আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ করে ওই মামলা দায়ের করা হয়েছে।

ইউনাইটেড অটো ওয়ার্কাস ইউনিয়ন, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস ও অন্য বাদীরা বলেছেন যে, নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রাবেশ সীমিত করার জন্য ট্রাম্পের ক্ষমতা তাকে এইচ-ওয়ান-বি ভিসা প্রোগ্রাম তৈরির আইনকে অগ্রাহ্য করার অনুমতি দেয় না। ওই কর্মসূচীর মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ ক্ষেত্রে বিদেশী কর্মী নিয়োগ করতে পারেন। প্রযুক্তি কোম্পানিগুলো এইচ-ওয়ান-বি ভিসা প্রাপ্ত কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। সমালোচকরা বলেছেন, এইচ-ওয়ান-বি ও অন্য কর্মী ভিসার মাধ্যমে প্রায়ই মার্কিন কর্মীদের পরিবর্তে কমমূল্যে বিদেশী কর্মীদেরকে কাজ দেয়া হয়।

তবে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ও বড় কোম্পানিগুলো জানিয়েছে, যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণের জন্য এইচ-ওয়ান-বি একটি গুরুত্বপূর্ণ উপায়। বর্তমানে এইচ-ওয়ান-বি ভিসার স্পন্সরকারী নিয়োগকর্তারা সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার এর মধ্যে ফি প্রদান করে। যা মূলত কোম্পানি ও ফ্যাক্টরির আকারের ওপর নির্ভর করে। ট্রাম্পের নতুন আদেশে এইচ-বি-ওয়ান ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১ লাখ ডলার প্রদান করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, যাদের ইতিমধ্যে ওই ভিসা আছে তাদের ক্ষেত্রে আদেশটি গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সময়: ১০:৫২:৫১   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত
মারা গেছেন ইরাকে হামলার নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি
প্রেমিকাকে সার্জনের বার্তা তোমার জন্যই আমার স্ত্রীকে মেরেছি
গত বছরে শীর্ষ ১০ মার্কিন ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬৯৮০০ কোটি ডলার

Law News24.com News Archive

আর্কাইভ