
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে তিন-চার দিনের সময় বেধে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ট্রাম্প। বলেন, ইসরাইল এবং আরব নেতারা তার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। এখন কেবল হামাসের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই সংগঠনটির প্রতিক্রিয়া জানাতে তারা তিন বা চার দিন সময় পাবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসকে এতে রাজি হতে হবে। অন্যথায় তাদের জন্য দুঃখজনক পরিণতি হবে। শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসাপটা উত্তর দেন, খুব বেশি নেই।সূত্র: টাইমস অব ইসরাইল।
বাংলাদেশ সময়: ৭:৪৬:৫১ ৩৫ বার পঠিত