সাবেক উপদেষ্টা আকবর আলী খান পরিবারের জায়গা দখলের অভিযোগ

প্রথম পাতা » অপরাধ » সাবেক উপদেষ্টা আকবর আলী খান পরিবারের জায়গা দখলের অভিযোগ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



সাবেক উপদেষ্টা আকবর আলী খান পরিবারের জায়গা দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শহরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খানের পরিবারের জায়গা দখলের অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে থানায় জিডি এবং ইউএনও’র কাছে আবেদন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, সেখানে উনাদের (আকবর আলী খান) জায়গা ছাড়াও সরকারি খাসজমি রয়েছে। এরমধ্যে দেয়াল ভেঙে সাইনবোর্ড টানিয়েছে প্রেস ক্লাব। আমি বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে বসেছিলাম। আমরা সার্ভেয়ার দিয়ে জায়গাটি ডিমারকেট করে দেবো।

আকবর আলী খানের ভাগনে নূর ই জাভেদ রোববার স্থানীয় থানায় জায়গা দখলের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে বলা হয়, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত ২১২৪ মৌজার ৬৩৭৯ নম্বর দাগে ৬০ শতক জায়গার যৌথ মালিক সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক উপদেষ্টা আকবর আলী খানের মা হাজেরা খান এবং বোন সালমা ইসলাম (নূর ই জাভেদের মা)। সর্বশেষ বিএস খতিয়ানেও মূল্যবান জায়গাটি তাদের নামে রেকর্ড হয় এবং হালনাগাদ যাবতীয় খাজনাও পরিশোধ করা আছে।

জিডিতে অভিযোগ করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বিশাল ওই জায়গার উত্তর পাশের দেয়াল ভেঙে বেশকিছু অংশ দখল করা হয়েছে। সেখানে ‘নবীনগর প্রেস ক্লাবের প্রস্তাবিত নতুন ভবনের স্থান’ লেখা সাইন বোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। জিডিতে নূর ই জাভেদ আরও উল্লেখ করেন, তারা নবীনগরে থাকেন না, কুমিল্লায় থাকেন। আর এই সুযোগে রাতের আঁধারে কে বা কারা দেয়াল ভেঙে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ থেকে ছয় শতক জায়গা দখল করে নিয়েছে।

নবীনগর প্রেস ক্লাব সভাপতি মো. হোসেন শান্তি জানান, তাদের নামে জায়গার লীজ রয়েছে। প্রেস ক্লাবের জায়গাতেই প্রেস ক্লাব সাইনবোর্ড দিয়েছে। আকবর আলী খানের জায়গা বিক্রি করে দিয়েছে। একপক্ষ প্রশাসনের কাছে আবেদন করেছে। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৬   ২৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বনের জমিতে বাউন্ডারি, শহীদের সাম্রাজ্য
খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, সেনা-পুলিশসহ আহত অনেকে
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন
রাজবাড়ীতে ১০৪টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে আটক
সাবেক উপদেষ্টা আকবর আলী খান পরিবারের জায়গা দখলের অভিযোগ
দর্শনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন আটক
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত
র‍্যাবের অভিযানে রাজবাড়ীতে আমজাদ খান হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ